Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমুহ

          ২নং আলোচ্য সুচীঃ  ....................................................................................................

          ৩নং আলোচ্য সুচীঃ .....................................................................................................

          ৪নং আলোচ্য সুচীঃ  ২০১২-২৩০১৩ইং অর্থবৎসরের কর্মদক্ষতা ভিত্তিক বরাদ্দ (পিবিজি )এর অর্থ দ্বারা প্রকল্প  

                                     বাস্তনায়নের নিমিত্তে প্রকল্প  তালিকা চূড়ান্ত করন প্রসঙ্গে আলাপ আলোচনা ও সিদ্ধান্ত।

 

                             আলোচ্যসূচী মোতাবেক সভায় ২০১২-২০১৩ ইং অর্থবৎসরের কর্মদক্ষতা ভিত্তিক বরাদ্দ (পিবিজি) এর অর্থ দ্বারা প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে প্রকল্প তালিকা চূড়ান্ত করনের ব্যাপারে আলোচনা করা হয়্। চেয়ারম্যান সাহেব উপস্থিত সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষন পূর্বক বলেন যে, গত ২৯/০৮/২০১৩ইং তারিখের ইউনিয়ন পরিষদের উম্মুক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক ২০১২-২০১৩ইং অর্থবৎসরে অত্র ইউনিয়নের বরাদ্দকৃত ২, ৪৮,৬৪২টাকা দ্বারা ২টি প্রকল্প জনগুরুত্ব বিবেচনা পূর্বক জরুরী ভিত্তিতে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রকল্প ২টি নিম্নরুপ:

 

প্রকল্প তালিকা:

ক্রমিক নং-

প্রকল্পের নাম

অবস্থান

বরাদ্দকৃত টাকা

খাত

(০১)

পশ্চিম সোনারং সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে আজিজ মিজির বাড়ী পর্যন্ত রাস্তা আর.সি.সি পাকা করন।

পশ্চিম সোনারং/১নং

২০০,০০০/-

যোগাযোগ

(০২)

নাটেশ্বর হাফিজউদ্দিন শেখের বাড়ী সংলগ্ন রাস্তার পার্শ্বে পানি নিস্কাশনের জন্য পাকা ড্রেন নির্মনন।

নাটেশ্বর/৪নং

৪৮,৬৪২/-

সেচ ও বাধ

 

 

সর্বমোট=

২,৪৮,৬৪২/-

 

 

          উক্ত বিষয়ে সভায় ব্যাপক আলাপ-আলোচনান্তে গৃহীত প্রকল্প ২টি জন সার্থে বাস্তবায়নের নিমিত্তে অনুমোদন হইল এবং উহা সর্বসম্মতিতে গৃহীত হইল। অনুমোদিত প্রকল্পের তালিকা চূড়ান্ত অনুমোদনের নিমিত্তে জরুরী ভিত্তিতে বিজিসিসিতে দাখিলের সিদ্ধান্ত গৃহীত হইল।

 

      অদ্যকার সভায় আর কোন বিশেষ আলোচনা না থাকায় সভাপতি সাহের উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করিয়া সভা সমাপ্তি ঘোষনা করিলেন।